Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভূমি বিষয়ক তথ্য

১। উপজেলা ভূমি অফিসের বিবরণ: আড়াইহাজার উপজেলাধীন বাঘানগর মৌজাস্থিত আর,এস ৩১ ও ৩২ নং দাগের ০.৩০ একর ভূমির উপর পুরাতন উপজেলা ম্যাজিস্ট্রেট ভবনের ০৫ (পাঁচ) টি কক্ষে অবস্থিত।

২। উপজেলার আয়তনঃ        ১৮৩.৩৫ বর্গ কিঃ মিঃ।

৩। উপজেলার জনসংখ্যাঃ মোট- ৩,৪৮,২৩২ জন।

৪। ইউনিয়ন ভূমি অফিসঃ ১১টি।(আড়াইহাজার, সাতগ্রাম, দুপ্তারা, ব্রাহ্মন্দী, সদাসদী, হাইজাদী, উচিৎপুরা, খাগকান্দা, বিশনন্দী, মাহমুদপুর, ও কালাপাহাড়িয়া।)

৫। মৌজার সংখ্যাঃ

এস,এ রেকর্ড অনুযায়ী- ১৮৩ টি।

আর,এস রেকর্ড অনুযায়ী- ১৭৫ টি।

৬। খাস জমির বিবরণ :

(ক) প্রথম খন্ড খাস ভূমির পরিমাণঃ ১৫০৬.৫৬ একর।

(খ) দ্বিতীয় খন্ড খাস ভূমির পরিমাণ (কৃষি):৫০৯.২২২৭ একর।

(গ) দ্বিতীয় খন্ড খাস ভূমির পরিমাণ (অকৃষি)  :৫২৩.১৪১৪ একর।

(ঘ) বন্দোবস্তকৃত খাস ভূমির পরিমাণ (কৃষি):২৮০.০৫ একর।

(ঙ) বন্দোবস্তকৃত খাস ভূমির পরিমাণ (অকৃষি):০.৬২৭৫ একর।

(চ) অবশিষ্ট বন্দোবস্তযোগ্য খাস জমির পরিমাণ (কৃষি):৭২.৭২ একর।

(ছ) নদী সিকস্থি জমি (কৃষি):৭৯.১২ একর।

(জ) মামলাভূক্ত জমি (কৃষি):৫.৭৭ একর।

 

৭। অর্পিত সম্পত্তির বিবরণঃ জুলাই/২০১৪

মোট অর্পিত সম্পত্তি

এ যাবৎ লীজকৃত সম্পত্তি

লীজ বহির্ভূত সম্পত্তি

মন্তব্য

১০১০.৩৬

৪৩০.৯০

৫৯৭.৪৩

-

৮। সায়রাত মহালঃ

(ক) হাট/বাজারের সংখ্যা : ৩১টি

(খ) হালসন পযন্ত ইজারাকৃত : ৩১টি

(গ) জলমহালঃ২০ একর এর উর্ধ্বে ১৭টি (উন্মুক্ত)

২০ একর এর নিচে ০৫টি। (০৩টি ভরাট হয়ে যাওয়ায় কার্যক্রম নেই অবশিষ্ট ০২টি ০৩-০৪-৮১ ইং তারিখে উপজেলা মৎস্য কর্মকর্তা, আড়াইহাজারের নিকট হস্তান্তরকরা হয়েছে)।

(ঘ) বালু মহালঃ মোট বালুমহালঃ ০৪টি।