আড়াইহাজার উপজেলার বেশির ভাগ মানুষ এক সময় হস্ত চালিত তাতঁ শিল্পের উপর নির্ভরশীল ছিল কিন্তু প্রযুক্তির সাথে মিল রেখে বর্তমানে যন্ত্রচালিত পাওয়ালুমে সাদা গ্রে কাপড় তৈরি করে জীবিকা নির্বাহ করে থাকে। এই উপজেলার সাদা গ্রে কাপড় দেশের বিভিন্ন স্থানে রপ্ততানী করে থাকে। এই এলাকার পাওয়ালুমে তৈরি সাদা গ্রে কাপড় দ্বারা বিভিন্ন কোম্পানির শাড়ি, লুঙ্গী, পাঞ্জবী তৈরি করে থাকে। অপর দিকে এ এলাকায় বেশ কিছু স্পিনিং মিল রয়েছে যাতে সুতা প্রস্তুত করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করে থাকে। এছাড়া ও আড়াইহাজার উপজেলায় বুটিক শিল্প ও মৎস্য চাষে ব্যাপক চাহিদা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস