বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়াধীন মাঠ পর্যায়ের একটি প্রতিষ্ঠান উপজেলা নির্বাচন অফিস । উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন থেকে মাত্র ২০০ মিটার দুরে সরকারী সফর আলী কলেজ এর সাথে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। ইহা উপজেলা সার্ভার ষ্টেশন নামে ও পরিচিত। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ অথবা নতুন নাম অন্তভূক্ত করা এবং স্থান্তান্তর ও মৃত্যুজনিত কারনে তালিকা থেকে নাম বাদ দিয়ে পরবর্তী নির্বাচনের জন্য একটি হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করা। ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হওয়া সকলকে জাতীয় পরিচয় পত্র প্রদান করা। জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনসহ অন্যান্য সকল স্থানীয় নির্বাচন পরিচালনা করা।
উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে জনসাধারণকে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
১. ভোটার স্থানান্তর
২. ভোটার কর্তন
৩. ভোটার তালিকায় নতুন নাম অর্ন্তভূক্তি
৪. জাতীয় পরিচয়পত্র সংশোধন
৫. হারানো জাতীয় পরিচয়পত্র ডুপ্লিকেট ইস্যু অত্রাফিসে আবেদনের মাধ্যমে।
৬. ভোটার স্থানান্তর
৭. ভোটার কর্তন
৮. ভোটার তালিকায় নতুন নাম অর্ন্তভূক্তি
৯. জাতীয় পরিচয়পত্র সংশোধন
১০. হারানো জাতীয় পরিচয়পত্র ডুপ্লিকেট ইস্যু অত্রাফিসে আবেদনের মাধ্যমে।
উপজেলা পর্যায়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সেবাসমূহ:
ক্রমিক নং | সেবা | সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ | |
নাগরিক পর্যায়ে | সরকারি পর্যায়ে | ||
১. | ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাই কার্যক্রম | জনগণ উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সেবাটি পেতে চায় | প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত সমস্যা |
২. | ছবিসহ ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র প্রদান | জনগণ উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সেবাটি পেতে চায় | প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত সমস্যা |
৩. | ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে সহায়তা করা | জনগণ উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সেবাটি পেতে চায় | প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত সমস্যা |
৪. | ভোটার স্থানান্তরের কাজে সহায়তা করা | জনগণ উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সেবাটি পেতে চায় | প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত সমস্যা |
৫. | জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে ডুপ্লিকেট কার্ড পাওয়ার উপায় সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করা | জনগণ উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সেবাটি পেতে চায় | প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত সমস্যা |
৬. | প্রবাসীদের ছবিসহ ভোটার তালিকায় নিবন্ধন করা। | জনগণ উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সেবাটি পেতে চায় | প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত সমস্যা |
৭. | চূড়ান্ত ভোটার তালিকা জনসাধারণের চাহিদা মোতাবেক আবেদনের প্রেক্ষিতে প্রদর্শন করা, প্রয়োজন অনুসারে ভোটার নম্বর সরবরাহ করা |
|
|
৮. | জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত পরামর্শ প্রদান | জনগণ উপজেলা পর্যায়ে সম্পূর্ণ সেবাটি পেতে চায় | প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত সমস্যা |
৯. | তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগদান |
|
|
১০. | তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান |
|
|
১১. | ছবিছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ |
|
|
১২. | ভোট গ্রহণের নিমিত্ত ভোটকেন্দ্র স্থাপন |
|
|
১৩. | জনসাধারণকে নির্বাচনের আইন, বিধি ও আচরণ বিধি সম্পর্কে অবহিত করা। |
|
|
১৪. | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়োগদান |
|
|
১৫. | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান |
|
|
১৬. | নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং প্রেরণের ব্যবস্থা |
|
|
১৭. | নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের তথ্যাদি সংগ্রহ |
|
১. আড়াইহাজার উপজেলা ভোটার সংখ্যা :
ক. পুরুষঃ ১২৩৫৩৯ খ. মহিলাঃ ১২০৯৩৬ মোটঃ ২৪৪৪৭৫।
২০১৪ সালে নতুন হালনাগাদ ভোটারের সংখ্যা :
ক. পুরুষঃ ৮০৯৫ খ. মহিলাঃ ৫৮৮৫ মোটঃ ১৩৯৮০
২. তাছাড়া উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।
১। ভোটার তালিকা হালনাগাদ করা।
২। সঠিকভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন সম্পন্ন করা।
৩। ভোটার আইডি কার্ড/জাতীয় পরিচয়পত্র বিতরণ।
৪। হারানো জাতীয় পরিচয় পত্র পুনঃপ্রাপ্তির বিষয়ে সহযোগিতা প্রদান।
ঢাকার জিরো পয়েন্ট থেকে আড়াইহাজারের দুরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সায়েদাবাদ থেকে সরাসরি বাসযোগে আড়াইহাজার সরকারী সফর আলী কলজ গেইট নামলে বাম পাশে উপজেলা নির্বাচন অফিস। নারায়ণগঞ্জ থেকে সড়কপথে কাচঁপুর ব্রীজ হয়ে মদনপুর চৌরাস্তা হয়ে ঢাকা-নরসিংদী রোডে সরাসরি সিএনজি যোগে আড়াইহাজার সরকারী সফর আলী কলজ গেইট নামলে বাম পাশে উপজেলা নির্বাচন অফিসে পৌছা যায়।
উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ:
মোহাম্মদ মোরশেদ আলম
উপজেলা নির্বাচন অফিসার
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
মোবাইল : ০১৭১৮-৭২৪৮০৯
ফোন : ০২-৭৬৫৪০৫০
ই- মেইল : morshedkhanepur@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস