আড়াইহাজার উপজেলা পরিষদ ভবন এর পিছনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এর কার্যালয় অবস্থিত।
১. সেচ সংক্রান্ত তথ্যাদি জনগণকে অবহিত করণ ও ফসল বৃদ্ধি করণ।
ক) পাওয়ার পাম্প (এলএলপি) সেট সরবরাহ।
(খ) গভীর নলকূপ খনন ও কমিশনি।
(গ) সেচ অবকাঠামো নির্মান (সেচনালা, পাইপ কালবার্ট/বক্স কালবার্ট, স্লুইচগেট ইত্যাদি নির্মান)।
(ঘ) খাল খনন/ খাল পূনঃ খনন
(ঙ) সেচ যন্ত্রের মালিক/ম্যানেজার/চালক/মাঠকর্মী এবং কৃষক প্রশিক্ষণ।
(চ) সেচযন্ত্র জরীপ।
প্রকল্প/কর্মসূচী তথ্য (চলমান)
(i) বৃহত্তর ঢাকা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প (জিডিআইএডিপি)
(ii) সেচকাজে বিএডিসির অচালু/অকেজো গভীর নলকূপ সচলকরন প্রকল্প (এআইডিপি)
(iii) ডাবল লিফটিং সেচ প্রকল্প (ডালিসেপ্র)
(iv) নারায়ণগঞ্জ জেলা জলবদ্ধতা দূরীকরণ এবং ফসল উৎপাদন বৃদ্ধির কর্মসূচী
(v) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন কর্মসূচী (এনএমএমআইডিপি)
(vi) জরিপ এবং পরিবীক্ষন প্রকল্প (জ এবং প)
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন
উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এর কার্যালয়
আড়াইহাজার ইউনিট, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
মোবাইল: ০১৭১৬-৯০২৭৩৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস