আড়াইহাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন হতে ২০০ মিটার দূরে অস্থায়ী ভাবে উপজেলা পরিষদ চেয়াম্যান এর বাস ভবনের ২য় তলায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় অবস্থিত।
কার্যক্রমঃ
০১. কাবিখা / টি. আর / জি. আর / ভি.জি. ডি / ভি. জি. এফ ইত্যাদি বিভিন্ন খাতের চাল/গমের চাহিদা পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্তি স্বাপেক্ষে অত্র কার্যালয় হতে ডেলিভারির আদেশ(ডি.ও) ইস্যু করা হয় এবং প্রকৃত ডি.ও ধারীগণ তাহা গ্রহণপূর্বক ০৬(ছয়) ঘন্টার মধ্যে খাদ্য গুদাম হতে চাল/গম বুঝে নিতে পারবেন।
০২. ও.এম. এস / হত দরিদ্র / সরকারী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম বাস্তবায়নকল্পে সরকারী আদেশ অনুযায়ী ডিলার নিয়োগকরাসহ ট্রেজারী চালান মূলে সরকারী অর্থ জমা করে ডিলারগণের অনুকূলে ডি.ও জারী করা হয়।
০৩. তাছাড়া উর্ধ্বতনঃ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত যে কোন আদেশ বাস্তবায়ন ও তদানুযায়ী সেবা প্রদান করা হয়।
০৪. খাদ্যশস্যের বাজারদর পর্যবেক্ষণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ।
০৫. সরকারী নীতিমালা অনুযায়ী কৃষকের কাছ থেকে সরাসরি ধান,গম ও মিলারের কাছ থেকে চাল ক্রয় এবং মুল্য পরিশোধ।
০৬. খাদ্যশস্যের বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে ওএমএস/ফেয়ার প্রাইস কর্মসূচীর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মাঝে চাল/গম বিক্রয়।
০৭.বিভিন্ন ধরনের জরুরী ও অতি জরুরী গ্রাহকের নিকট খাদ্যশস্য বিক্রয়/বিতরণ।
কাবিখা, টি.আর, জি.আর, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি কর্মসূচীতে খাদ্যশস্য বিতরনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুকূলে ডিও ইস্যু ও খাদ্যশস্য সরবরাহ।
০৮. আটাচাক্কি ও খাদ্যশস্যের খুচরা ব্যবসায়ীকে লাইসেন্স প্রদান ও নবায়ন এবং তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ।
০৯. কৃষকের কাছ থেকে ক্রয় করা ধান থেকে স্থানীয় মিলারদের মাধ্যমে চাল উৎপাদন ।
১০. গুদামে সংরক্ষিত খাদ্যশস্যের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধান ।
১১. বিভিন্ন চ্যানেলে বিক্রয়/সরবরাহকৃত খাদ্যশস্য ও মূল্যের হিসাব উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
১২. বরাদ্দকৃত খাদ্যসামগ্রীর মূল্য চালানের মাধ্যমে আদায় নিশ্চিতকরণ ।
১৩. ডিলার কর্তৃক ফেয়ার প্রাইস কার্ড বা মাষ্টাররোলের মাধ্যমে খাদ্যসামগ্রী বিক্রয় তদারকী ও নিশ্চিতকরণ
১৪. স্থানীয় গুদামে সংগৃহিত খাদ্যশস্য প্রয়োজনবোধে অন্যত্র স্থানামত্মরের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জ্ঞাত করান এবং প্রচেষ্টা চালান।
১৫. গুদামে মজুদের পরিমান লক্ষ্য রাখা এবং প্রয়োজনে মজুদ বৃদ্ধির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে সময়মত জানানো এবং ব্যবস্থা গ্রহণ।
১৬. বিভিন্ন ধরনের রিপোর্ট-রিটার্ণ দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট প্রেরণ।
১৭. এছাড়াও সময় সময় বিভাগীয় ও উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত জরুরী দায়িত্ব পালন।
১।উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত যে কোন আদেশ বাস্তবায়ন ও তদানুযায়ী সেবা প্রদান করা হয়।
২। কোন খাতে কত বিলি আদেশ জারি হয়েছে তার নোটিশ র্বোডে প্রধান করা
৩। ও এম এস বরাদ্দ বিলি আদেশের পরিমান এবং বিক্রি মূল্য নোটিশ র্বোডে লিপি বদ্দ করা ।
৪। ও এম এস এর খাতে মূল্য জমার চালান তথ্যের পর তা ঐ দিনেই বিলি আদেশ জারি করা।
৫। চালও গম এর বাজার দর সংগ্রহ পূর্বক নোটিশ বোর্ডে লিপিবদ্ধ করা।
৬। সংগ্রহ বিনির্দেশাহা তার উপ জেলার জন্য সংগ্রহীত তথ্য খাদ্য শষ্যোর পরিমান স্বয়ান নির্ধারণ পূর্বক তার যথাযথ ভাবে প্রচার ও নোটিশ বোর্ডে উপস্থাপন
৭। লাইসেন্স নীতিমালা ২০১১ অনুযায়ী তার উপজেলাধীন সকল প্রকার খাদ্য শষ্যের ব্যবসায়ীদের খুচরা লাইসেন্স প্রদান করা নবায়ন ও নমুনা নোটিশ বোর্ডে উপস্থান করা ।
৮। অধিনস্থ কর্মচারীদের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করনের কার্য করী ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে দায়িত্ব পালনে উদ্ধত্ব করা।
৯। বাজার মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সরকার কর্তৃক ওএমএস/চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে খাদ্য শস্য বিতরণ কার্যক্রম তদারকি করন।
১০। কাবিখা / টি. আর / জি. আর / ভি.জি. ডি / ভি. জি. এফ ইত্যাদি বিভিন্ন খাতের চাল/গমের চাহিদা পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্তি স্বাপেক্ষে অত্র কার্যালয় হতে ডেলিভারির আদেশ(ডি.ও) ইস্যু করা হয় এবং প্রকৃত ডি.ও ধারীগণ তাহা গ্রহণপূর্বক ০৬(ছয়) ঘন্টার মধ্যে খাদ্য গুদাম হতে চাল/গম বুঝে নিতে পারবেন।
১. অটোমেটিক রাইস মলি স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক্যুইটি এন্ড অট্র্যাপ্যানারশীপ ফান্ড (ইইএফ) এর আওতায় আটোমেটিক চাল কল স্থাপনের ঋণদান প্রকল্প।
২. কাবিখা
৩. ভিজিডি
৪. জেএসএস
৫. গুচ্ছগ্রাম
৬. টি.আর
৭. জি.আর
৮. শান্ত করণ
৯. ভিজিএফ ইত্যাদি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালেয় যোগাযোগ :
মো: গোলাম হোসেন
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
আড়াইহাজার, নারায়নগঞ্জ।
মোবাইল : ০১৮২৫-০৩৫৫৩৩
ই-মেইল: golamhossain@gmail.com
গোপালদী খাদূ গুদামে যোগাযোগ:
মো: ছালাউদ্দিন
উপ-খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা)
গোপালদী খাদ্য গুদাম
আড়াইহাজার, নারায়নগঞ্জ।
মোবাইল : ০১৯২৩-৮৫০২৫৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস