আড়াইহা্জার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম এর পশ্চিম পাশে অবস্থিত।
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, আড়াইহাজার, নারায়ণগঞ্জের সেবাদান কার্যক্রমের বিবরন:-
১। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ যুবক শিশু সকল-কে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয় ।
২। দিবা-রাত্রী ২৪ ঘন্টা জরম্নরী বিভাগ খোলা থাকে এবং আগত রোগীদের জরম্নরী চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
৩। ডায়রিয়া রোগীদের জন্য ও,আর,টি কর্নার চালু আছে ।
৪। হাসপাতালে আগত ও ভর্তি রোগীদের প্রয়োজনীয় প্যাথলজী পরীক্ষা ও এক্স-রে করা হয় ।
৫। দিবা-রাত্রী ২৪ ঘন্টা ই,ও,সি সেবা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হয় ।
৬। ভর্তি রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন চিকিৎসাসহ জেনারেল সার্জারী ও গাইনীর মেজর ও মাইনর
অপারেশন করা হয় (প্রযোজ্য ক্ষেত্রে )।
৭। জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষা ও
কুষ্ঠ রোগীদের বিনা মূল্যে ঔষধ সরবরাহ করা হয় ।
৮। ই,পি,আই কার্যক্রমের আওতায় প্রতিদিন মা ও শিশুদের প্রতিষেধক টিকা দেওয়া হয় ।
৯। হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্য পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় ।
১০। অত্র হাসপাতালে নারীবান্ধব কার্যক্রম পরিচালনা করা হয় ( প্রযোজ্য ক্ষেত্রে ) ।
১১। অত্র হাসপাতালে শিশু বান্ধব কার্যক্রম পরিচালনা করা হয় (প্রযোজ্য ক্ষেত্রে )।
১২। স্কিলবার্থ এটেনডেন্টদের-কে প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করা হয় ।
১৩। আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়
১৪। আগত রোগীদের মধ্যে দেশীয় ভেষজ চিকিৎসা-কে জনপ্রিয় করার লক্ষ্যে ভেষজ চিকিৎসাও প্রদান করা হয় ।
১৫। বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র থেকে রেফার্ডকৃত রোগীদের গুরম্নতব সহকারে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং
প্রয়োজন বোধে কোন কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার্ড করা হয় ।
১৬। সরবরাহ স্বাপেক্ষে ঔষধ সমূহ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয় । তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন
ঔষধ বাহির হইতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হতে পারে ।
১৭। বিভিন্ন ওয়ার্ড বা বিভাগে মজুত ঔষধদের তালিকা প্রদানকৃত সেবা সমুহের প্রদানকারী চিকিৎসকদের তালিকা
দেওয়া আছে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইহাজার, নারায়ণগঞ্জের সেবাদান কার্যক্রমের বিবরন:-
১। আন্তঃবিভাগীয় ভর্তিকৃত রোগীদের চিকিৎসা প্রদান এবংপ্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর হাসপাতালে প্রেরন।
২। বহিঃবিভাগে আগত রোগীদের চিকিৎসা প্রদান।
৩। জরুরী বিভাগে আগত রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান,আন্তঃবিভাগে ভর্তীর ব্যবস্থা,প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য উচ্চতর হাসপাতালে প্রেরন।
৪। গর্ভবতী মহিলাদের প্রসব-পূর্ব-প্রসবকালীন নরমাল ডেলিভারী এবং প্রসব পরবর্তী চিকিৎসা প্রদান।
৫। দন্ত বিভাগে দন্ত সংক্রান্ত চিকিৎসা সেবা দান।
৬। ই,পি,আই ৮টি রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম।
৭। ও আরটি কর্ণারে আগত ডায়রিয়া রোগীদের চিকিৎসা প্রদান।
৮। ল্যাবরেটরী বিভাগে রক্ত,মল,মূত্র ও কাশির পরীক্ষা ও এক্সরে করা হয়।
৯। বিনামূল্যে টিবি,লেপ্রোসির ঔষধ বিতরণ ও চিকিৎসা প্রদান।
১০। দৈনিক বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজুয়েলের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষাদান কার্যক্রম।
ডা: রমেশ চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ । ফোন:৭৬৫৪০২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস