৮৫নং নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভার ০৭নং ওয়াডের নোয়াপাড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়ে ০২টি ভবন আছে। এর মধ্যে ০১টি পাকা দালান ও ০১টি আধা পাকা টিনসেট দালান রয়েছ। বিদ্যালয়ের মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ৩৭২জন এর মধ্যে ১৭৪জন ছাত্র ও ১৯৮জন ছাত্রী বিভিন্ন শ্রেণীতে লেখাপড়া করে আসছে। বিদ্যালয়ে ০৬জন শিক্ষক/শিক্ষিকা রয়েছ। বিদ্যায়লটি পরিচালনা কররা জন্য ০১টি পরিচালনা কমিটি রয়েছে। আড়াইহাজার উপজেলা সদর থেকে বিদ্যালয়ে দুরত্ব ০১ কিলোমিটার। বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা ভাল।
১৯৭২সালে ৮৫নং নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নোয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং গ্রামের নামানুসারে বিদ্যালয় করন করা হয় নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। তারপর ০১-০৭-১৯৭৩খ্রি: সালে ০৪জন শিক্ষকসহ বিদ্যালয়টি সরকারী করা হয়। পরবর্তীতে বিদ্যালয়টির নাম করন করা হয় ৮৫নং নোয়াপাড়া সরকারশ প্রাথমিক বিদ্যালয়।
সন | পরীক্ষায় অংশগ্রহণকারীর ছাত্র/ছাত্রীর সংখ্যা | পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীর সংখ্যা | পাশের হার | বিভাগ/জিপিএ-৫ |
২০০৯ | ২৬ | ২৬ | ১০০% | ১ম বিভাগ-১৮জন |
২০১০ | ৪৪ | ৪৪ | ১০০% | ১ম বিভাগ-৪৩জন (বৃত্তি ট্যালেন্ট ফুল-০২জন ও সাধারণ- ০১জন) |
২০১১ | ৪২ | ৪২ | ১০০% | - |
২০১২ | ৫১ | ৫১ | ১০০% | A+ ০৩জন |
২০১৩ | ৫৭ | ৫৭ | ১০০% | A+ ০৯জন (বৃত্তি সাধারণ- ০৪জন) |
৮৫নং নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিগত ০৫ বছরের সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ। অবকাঠামো উন্নয়ন শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি ও শিক্ষন পদ বৃদ্ধি এবং দপ্তরী কাম নৈশ প্রহরী সৃষ্টি।
৮৫নং নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়নে এসএমসি ও শিক্ষকমন্ডলী এবং এলাকাবাসীর সহযোগীতায় আড়াইহাজার উপজেলার মধ্যে একটি মডেল বিদ্যালয় হিসাবে গড়ে তোলা।
শ্রী শম্ভু চন্দ্র পাল, প্রধান শিক্ষক, ৮৫নং নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
আড়াইহাজার, নারায়নগঞ্জ।
মোবাইল : ০১৮১১-১৩৪৯৮৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস