কলাগাছিয়া আর.এফ উচ্চ বিদ্যালয়টি ২০০১ সালে কলাগাছিয়া গ্রামে গোপালদী পৌরসভা আড়াইহাজার উপজেলা নারায়ণগঞ্জ এ অবস্থিত। ইহার জমির পরিমান ১২৮ শতাংশ বিদ্যালয়টি ভৌত কাঠামো পাকা।
এই বিদ্যালয়টি ২০০১ সালে আলহাজ্ব রফিকুল ইসলাম মানিক ও তার সহধর্মীনি এডভোকেট ফারজানা ইসলামের আর্থিক, মানসিক ও শারীরিক প্রচেষ্টার ফসল। দিনভর ঐকামিত্মক পরিশ্রম ও জীবনের আয়ের অর্ধেক অর্থ ব্যয় করে এই প্রতিষ্ঠান করেন। তাদের এহেন বদান্যতার জন্য কলাগাছিয়া গ্রামবাসী বিদ্যালয়টির নামে দেন কলাগাছিয়া আর.এফ. উচ্চ বিদ্যালয়, আর- রফিকুল , এফ - ফারজানা ২০১০ সালে মাননীয় এম.পি মহোদয় আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এম.পিও ভূক্ত করেন।
১। এডভোকেট ফারজানা ইসলাম, আইজীবি, প্রতিষ্ঠাতা সভাপতি,
২। আলহাজ্ব রফিকুল ইসলাম মানিক , প্রতিষ্ঠাতা সদস্য, ব্যবসায়ী
৩। আলহাজ্ব ইদ্রিস আলী , ব্যবসায়ী, দাতা সদস্য
৪। মোঃ বিল্লাল হোসেন, শিক্ষক প্রতিনিধি
৫। মোঃ রফিকুল ইসলাম , শিক্ষক প্রতিনিধি
৬। রানী খন্দকার , শিক্ষক প্রতিনিধি
৭। জনাব মোঃ আবু হানিফ , ব্যবসায়ী, অভিভাবক সদস্য
৮। আবুল বাশাস, ব্যবসায়ী, অভিভাবক সদস্য
৯। জনাব মোঃ সাহাবুদ্দিন , ব্যবসায়ী, অভিভাবক সদস্য
১০। জনাব মোঃ আলী আজগর , ব্যবসায়ী, অভিভাবক সদস্য
১১। আলহাজ্ব রফিকুল ইসলাম, কো-অপক্ট সদস্য,
উপজেলা ভাইস চেয়ারম্যান,
১২। জনাব আব্দুর রহমান, প্রধান শিক্ষক, সদস্য সচিব।
সাল | জেএসসি সংখ্যা | হার | এসএসসি সংখ্যা | পাসে হার |
২০০৯ |
|
| ৫২ | ৮১% |
২০১০ | ৬৮ | ৬২% | ৪২ | ৮৪% |
২০১১ | ৮৭ | ৬৬% | ৫০ | ৭৮% |
২০১২ | ৬৯ | ৯৭% | ৯৮ | ৯৮% |
২০১৩ | ১০৯ | ৮৮% | ৯০ | ১০০% |
২০১৪ |
|
| ৫০ | ৯৬% |
শীতকালীন গেমসে জেলা পর্যায়ে অংশ গ্রহণ, দৌড় ১০০ মিটার, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেক, চাক্কী নিক্ষেপ, লং জাম্প , হাই জাম্প, গ্রীষ্মকালীন গেমসে কাবাডিতে অংশগ্রহণ।
বিদ্যালয়ের সকল পাবলিক পরীক্ষা মান বাড়ানোর জন্য চেষ্টা করা ও স্কুলের পরিবেশ , লেখাপড়ার মান বৃদ্ধি , থানা ও জেলা পর্যায়ে বিভিন্ন জাতীয় অনুষ্ঠান অংশগ্রহণ করা, জাতীয় দিবস গুলো সঠিক ভাবে পালন করার ।
সায়দাবাদ থেকে বাস যোগে আড়াইহাজার চৌরাস্তা, মদনপুর টু নরসিংদী রেললাইন সড়কে আড়াইহাজার হয়ে কলাগাছিয়া মোড় এর পূর্বে দিকে গোপালদী সড়কের মুছা সাইজিং পশ্চিম দিকের রোডে শেষ প্রান্তে কলাগাগাছিয়া আর,এফ উচ্চ বিদ্যালয় অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস