Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে আড়াইহাজার পৌরসভা

আড়াইহাজার পৌরসভা একটি নবগঠিত পৌরসভা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নাগরিক সুবিধা বৃদ্বির লক্ষে আড়াইহাজার বাসির দীর্ঘদাবীর প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু,(এ পি) মহোদয়ের নিরলস প্রচেষ্টায় ২৮/০৩/২০১২ ইং সালে আড়াইহাজার ইউনিয়ন বিলুপ্ত করে দিয়ে গঠন করেন আড়াইহাজার পৌরসভার। পৌরসভার আয়তন ৮.৯২ বর্গ কিলোমিটার, ভোটার সংখ্যা: ১৭১৭০জন, পুরুষ ভোটার: ৮৬৫৭ জন ও মহিলা ভোটার: ৮৫১৩জন, পৌরসভার ওয়ার্ড সংখ্যা ০৯টি, পৌরসভার জনসংখ্যা ঘনত্ব ৩৪,০২২ জন, পৌর কমিটির সদস্য/কাউন্সিলরের সংখ্যা  ১২ জন, মেয়র (আলহাজ্ব মো: হাবিবুর রহমান) ১জন, হাট-বাজারের সংখ্যা ৩টি, সরকারি কলেজের সংখ্যা(শিক্ষা প্রতিষ্ঠান)১টি, বেসরকারি কলেজের সংখ্যা ১টি, মাদ্রাসার সংখ্যা ১টি, হাইস্কু্লের সংখ্যা ২টি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১টি, এবতেদায়ী মাদ্রাসার সংখ্যা নাই, মসজিদের সংখ্যা (ধর্মীয় প্রতিষ্ঠান) ৩৪টি, মন্দিরের সংখ্যা ৭টি,শিল্প কারখানা সংখ্যা ৭০টি,  সরকারি হাসপাতালের সংখ্যা (স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্য) ১টি, বেসরকারি হাসপাতাল/ক্লিনিকের সংখ্যা (স্বাস্থ্যসেবা বিষয়ক তথ্য)৫টি, মোট নলকূপের সংখ্যা ৪১০টি, সচল নলকূপের সংখ্যা ৪০৭টি, অচল নলকূপের সংখ্যা ৩টি, মোট অগভীর নলকূপের সংখ্যা ২২৬টি, সচল অগভীর নলকূপের সংখ্যা ২২৪টি, মোট রিং ওয়েল নলকূপের সংখ্যা ১০টি, মোট অগভীর তার নলকূপের সংখ্যা ৫টি, মোট গভীর নলকূপের সংখ্যা ৭৭টি, সচল গভীর নলকূপের সংখ্যা ৭৭টি, মোট গভীর তারা নলকূপের সংখ্যা ৯২টি, সচল গভীর তারা নলকূপের সংখ্যা ৯২টি, গণশৌচাগারে সংখ্যা ২টি(ব্যবহার অযোগ্য), ব্যাংকের সংখ্যা ৫টি, বীমা প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি, এনজিওর সংখ্যা ৫টি, ব্যাংকের সংখ্যা (অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান)৫টি, বীমা প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি, এনজিওর সংখ্যা ৫টি।