Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি.আর.ডি.বি) পল্লী ভবন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
বিস্তারিত

বাংলাদেশ পল্লীউন্নয়ন বোর্ড (বি.আর.ডি.বি) পল্লীভবন, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার কার্যালয়

উপজেলা পরিষদ কমপ্লেক্স, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

 

বিআরডিবি প্রদত্ত সেবাসমূহঃ

 

     ক্ষুদ্র এবং মাঝারি কৃষকগণ সমবায় সমিতি এবং মহিলারা মহিলা সমবায় সমিতির সদস্য হতে পারেন।

v        ক্ষুদ্র কৃষক ও প্রান্তিক চাষী এবং বিত্তহীন পুরুষও মহিলারা যথাক্রমে পুরুষও মহিলা দলের সদস্য হতে পারেন।

v        গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন, কায়িকপরিশ্রমের উপর নির্ভরশীল, স্থায়ী আয়ের অন্য কোন উৎস নেই, অন্য কোন সংগঠনের সাথে সম্পৃক্ত নয় বা অন্য   প্রতিষ্ঠানের নিকট ঋণী নয় এমন ১৮ থেকে ৫৫ বছরের যে কোন পুরুষও মহিলা বিত্তহীন পুরুষ/মহিলা দলের সদস্য হতে পারেন।

v        সদস্য পদ গ্রহণের পর দলের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন সাপেক্ষে১জন সদস্য ৩মাসের মধ্যে ঋণ পেতে পারনে।

v        কোন রকম জামানত ছাড়াই ২০০৩ এর ক্ষুদ্র ঋণী নীতিমালারআলোকে ঋণী প্রদান করা হয়।

v        উপকারভোগীরা সামজিক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কল্পে আয়বর্ধক কর্মকান্ডের উপর প্রশিক্ষন পেয়ে থাকেন।

v        আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য উপকারভোগী সদস্য ৫,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্তঋণ পেয়ে থাকেন।

v        ঋণের যাবতীয় কাগজপত্র উপজেলা বিআরডিবি দপ্তর থেকে সরবরাহ করা হয়ে থাকে।

v        উপকারভোগী সদস্যগণ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন করে থাকেন।

v        পরিবারের ২জন সদস্য (১জন পুরুষ১জন মহিলা) পৃথক পৃথক ভাবে পুরুষমহিলা দলের সদস্য হতে পারনে।

v        বিআরডিবি’র সেবা সম্পর্কে বিস্তারিত জানার জন্য উপজেলা পল্লীউন্নয়ন অফিসারের সাথে যোগাযোগ করা যেতে পারে।

যোগাযোগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বি.আর.ডি.বি) পল্লী ভবন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

উপজেলা পরিষদ কমপ্লেক্স , আড়াইহাজার, নারায়ণগঞ্জ

ফো্ন :০২৭৬৫৪১১০