যুব কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধি মূলক সরকারী অন্যান্য সুবিধা সমূহঃ
* নেটওয়ার্কিং জোরদার করন প্রকল্পের মাধ্যমে বেকার যুবদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ।
* ইমপ্যাক্ট প্রকল্পের মাধ্যমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ,প্রশিক্ষণ,উদ্বুদ্ধ করন,গ্রুপ গঠন,কেন্দ্র গঠন ও ঋণ প্রদান করা।
*এডভোকেসী এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ্,জেন্ডার ইস্যু,এইচ আইভি, এইডস্ থ্রো ইয়ুথ ক্লাবের মাধ্যমে সাবান,স্যাভলন,স্যানেটারী সরঞ্জাম বিতরন ও গর্ভবতী মায়েদের চিকিৎসা ব্যবস্থাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করন।
যুব উন্নয়ন অধিদপ্তর বাংলা দেশের কর্মক্ষম বেকার যুব জনগোষ্ঠীর উন্নয়ন নিয়ে কাজ করে।দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বেকার যুব, বিশাল এ জনগোষ্ঠীকে বেকার রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। যুব সমাজ ৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুথান, ৭১- এর মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উনণয়ন অধিদপ্তর যুবদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ যুব ঋণ প্রদান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
যুব ঋণ বিতরণ- ঋণ অনুমোদনের ৭ দিনের মধ্যে ঋণ বিতরণ করা।
মঞ্জুরীকৃত ঋণের ৫% অগ্রীম সঞ্চয় আবেদনকারীদের কাছ থেকে নেওয়া এবং ১৫০/- টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা। অনুমোদিত যুব ঋণ সমান ২৪টি কিসিত্মতে ভাগ করে মুল ঋণের উপর ১০ সার্ভিস চার্য গ্রহণ করা এবং ঋণ গ্রহণের দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত গ্রেস প্রিয়ড প্রদান করা। প্রতি মাসের নির্ধারিত তারিখে কিস্তিসহ সার্ভিস চার্য আদায় করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS