Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ডিজিটাল সাক্ষর সার্টিফিকেটের আবেদন পত্র পূরনের প্রয়োজনীয় নির্দেশনা
Details

 

Distribution of Digital Signature Certificate (DSC) in Government Offices for Using in Electronic File Management - এই কর্মসূচীর আওতায় ডিজিটাল স্বাক্ষরসার্টিফিকেটের আবেদনপত্র পূরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা

 

১. (**) দুই তারকা বিশিষ্ট ক্রমিকগুলো এই প্রকল্পের জন্য প্রযোজ্য নয়। সুতরাং এই ক্রমিকগুলো পূরণ করতে হবে না।

২. আবেদনকারীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের নির্দেশিত স্থানে আঠা দিয়ে লাগিয়ে নিজেই সত্যায়িত করুন।

৩. ঠিকানা হিসেবে ব্যক্তিগত বর্তমান ঠিকানা পূরণ করুন।

৪. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (উভয় পাশ) অথবা পাসপোর্টের ফটোকপি নিজেই সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে।

৫. পূরণকৃত আবেদনপত্রটির এক কপি ফটোকপি নিজের কাছে সংরক্ষন করুন। পরবর্তীতে টোকেন সহ ডিজিটাল সার্টিফিকেট গ্রহনের সময় এটি আনতে হবে।

৬. পূরণকৃত আবেদনপত্রটি নিজ কর্মস্থলের জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে।

৭. শিক্ষাগত বা চাকুরিসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি নামের অংশ হিসেবে পরিগণিত হবে না।

৮. আবেদনকারীর পিতা, মাতা মৃত হলেও তাঁর/তাঁদের নামের পূর্বে LATE লেখা যাবে না।