Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে গোপালদী পৌরসভা

গোপালদী পৌরসভা একটি নবগঠিত পৌরসভা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নাগরিক সুবিধা বৃদ্বির লক্ষে গোপালদী বাসির দীর্ঘদাবীর প্রেক্ষিতে মাননীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু(এ পি) এর নিরলস প্রচেষ্টায় ২৮/০৩/২০১২ সালে সদাসদী ইউনিয়ন বিলুপ্ত করে দিয়ে গঠন করেন গোপালদী পৌরসভার। ১২.৪০ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভায় মোট গ্রাম রয়েছে ৪১ টি। ঘন বসতিপূর্ন এ পৌরসভায় মোট জনসংখ্যা ৪৫,৬৫০জন। এর মধ্যে পুরুষ ১২,৯৩৩ এবং মহিলা ১২,৭২৩ জন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪,৫২২ জন এর মধ্যে পুরুষ ভোটার ১২,৫৫২ এবং নারী ভোটার ১১,৯৭০ জন। এ পৌরসভায় রয়েছে ধর্মীয় সম্পৃতি এবং হিন্দু মুসলিমের সহ অবস্থান। এখানে মোট মসজিদ ৬০টি মন্দির ও আশ্রম ১৯ টি। মোট শিক্ষার হার ৮৭% এর মধ্যে পুরুষ শিক্ষার হার ৮২% নারী ৯২%। শিক্ষার জন্য রয়েছে ৯টি প্রাথমিক বিদ্যালয় ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি কলেজ বেসরকারী মাদ্রাসা রয়েছে ২০টি। অসহায় নি:স্ব বিরাট জনগোষ্ঠির জন্য রয়েছে মাসিক ভাতার ব্যাবস্থা। এ পৌরসভায় মোট ৭১১জন দরিদ্র নি:স্ব সহায় সম্বলহীন নারী পুরুষ বর্তমানে বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে ১৫২এবং প্রতিবন্দ্বি ভাতা পাচ্ছে ৬৮ জন। গোপালদী রয়েছে অনেক ছোট বড় হাট-বাজার তার মধ্যে  অন্যতম প্রাচীন এবং বড় বাজার হলো মেঘনার কোলঘেসে গড়ে উঠা গোপালদী বাজার। এখানে রয়েছে শত বছরের পুরানো ঐতিহ্যবাহী সদাসদী জমিদার বাড়ী, চারী ঘাট বাধানো পুকুর যা আমাদের মুঘল শাষকদের মনে করিয়ে দেয়। এখানে শতকর  ৭০% লোক ব্যাসসার সাখে জরিত। গোপালদী এবং এ পৌরসভার গ্রে কাপড় রাজধানীর ইসলামপুর সহ সারা দেশের চাহিদা পূরন করছে। সরকারী পৃষ্ঠপোশকতা পেলে এ পৌরসভা একদিন দেশের প্রখম সারির পৌরসভায় রূপান্তরিত হবে।----ইনশাল্লাহ।